সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আজকে এই টিউটোরিয়াল এবং সু খবার তাদের জন্য যারা ডিজাইন এর কাজ করেন। আর যারা ডিজাইন এর কাজ করে তারা সবাই কম এবং বেশি এই এপ্স এর সাথে পরিচিত তাই এর কাজ সর্ম্পকে বলার কিছু নাই। এবং টিউটোরিয়ালটির সম্পূর্ণ মালিক হলো সোহাগ ভাই যার ইউটোব চ্যানেলের নাম হলো লার্ন উইট সোহাগ।এই এপ্সটি তাদের জন্য বেশি উপকার হবে যাদের পিসি একটু দুর্বল। তো আর কথা না নিচ থেকে এর দুটি ভার্সন দেয়া আছে আপনার পিসির ভার্সন অনুযায়ী ডাউনলোড করে নিন।
বি:দ্র: যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করুন দ্রুত সমাধান দেয়ার চেষ্ঠা করা হবে।
Comments